আলফিয়্যাতুল হাদীস

জুমআর পূর্বের ও পরের সুন্নাত -এর বিষয়সমূহ

টি হাদীস

মা'আরিফুল হাদীস (উর্দু)

হাদীস নং:৭২১
نماز جمعہ سے پہلے اور بعد کی سنتیں
حضرت عبداللہ بن عباس رضی اللہ عنہ سے روایت ہے کہ رسول اللہ صلی اللہ علیہ وسلم جمعہ سے پہلے چار رکعت پڑھتے تھے اور جمعہ کے بعد چار رکعت ۔ (1) (معجم کبیر طبرانی)
عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ : « كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ، يَرْكَعُ قَبْلَ الْجُمُعَةِ أَرْبَعًا ، وَبَعْدَهَا أَرْبَعًا » (رواه الطبرانى فى الكبير)
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

সহীহ মুসলিম

হাদীস নং:১৯১১
আন্তর্জাতিক নং: ৮৮১ -
১১. জুমআর পরবর্তী (সুন্নত) নামায
১৯১১। যুহাইর ইবনে হারব, আমরুন নাকিদ ও আবু কুরায়ব (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমাদের মধ্যে যে কেউ জুমআর পর নামায আদায় করতে চায় সে যেন চার রাকআত আদায় করে। তবে জারীর (রাযিঃ)-এর হাদীসে ″তোমাদের মধ্যে″ বাক্যটি নাই।
باب الصَّلاَةِ بَعْدَ الْجُمُعَةِ
وَحَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا جَرِيرٌ، ح وَحَدَّثَنَا عَمْرٌو النَّاقِدُ، وَأَبُو كُرَيْبٍ قَالاَ حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، كِلاَهُمَا عَنْ سُهَيْلٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ كَانَ مِنْكُمْ مُصَلِّيًا بَعْدَ الْجُمُعَةِ فَلْيُصَلِّ أَرْبَعًا " . وَلَيْسَ فِي حَدِيثِ جَرِيرٍ " مِنْكُمْ " .