আলফিয়্যাতুল হাদীস
নামাজের শুরু সময় ব্যতীত হাত না উঠানো -এর বিষয়সমূহ
১ টি হাদীস
মিশকাতুল মাসাবীহ
হাদীস নং:৮০৯
১০. তৃতীয় অনুচ্ছেদ - সালাতের নিয়ম-কানুন
৮০৯। হযরত আলকামাহ (রহ) হতে বর্ণিত। তিনি বলেন, একদা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাযিঃ) বললেন, আমি কি তোমাদেরকে রাসূলুল্লাহ (ﷺ)-এর (নামাযের মত) নামায পড়ে দেখাব না? অতঃপর নামায পড়লেন কিন্তু তাকবীরে তাহরীমা ছাড়া আর কোনস্থানে হাত উঠালেন না। -তিরমিযী, আবু দাউদ, নাসায়ী
আবু দাউদ বলেছেন, হাদীসটি এই অর্থে বিশুদ্ধ নয় (কিন্তু তিরমিযী এটিকে হাসান বলেছেন)।
وَعَنْ عَلْقَمَةَ قَالَ: قَالَ لَنَا ابْنُ مَسْعُودٍ: أَلا أُصَلِّي بكم صَلَاة رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ فَصَلَّى وَلَمْ يَرْفَعْ يَدَيْهِ إِلَّا مَرَّةً وَاحِدَةً مَعَ تَكْبِيرَةِ الِافْتِتَاحِ. رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ وَالنَّسَائِيُّ. وَقَالَ أَبُو دَاوُدَ: لَيْسَ هُوَ بِصَحِيح على هَذَا الْمَعْنى

তাহকীক:
তাহকীক চলমান