আলফিয়্যাতুল হাদীস

ইমাম দায়িত্বশীল -এর বিষয়সমূহ

টি হাদীস

আত্-তারগীব ওয়াত্-তারহীব

হাদীস নং:৬৯৫
পূর্ণতা ও একাগ্রতার সাথে সালাতের ইমামতি করার প্রতি অনুপ্রেরণা এবং এ দু'টি ছাড়া ইমামতি করার ভয়াবহ পরিণাম
৬৯৫. হযরত আবদুল্লাহ ইবন উমর (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সা) বলেছেনঃ যে ব্যক্তি কোন কওমের ইমামতি করে, তার আল্লাহকে ভয় করা উচিত এবং সে যেন জেনে নেয় যে, সে যামিনদার এবং সে তার যামানত সম্পর্কে জিজ্ঞাসিত হবে। যদি সে তা পূর্ণরূপে আদায় করে, তবে তার পেছনে যারা সালাত আদায় করবে, তাদের সমান সওয়াব তাকেও দেওয়া হবে, তবে এতে তাদের সওয়াব কম হবে না। আর যদি এতে ঘাটতি হয়, তবে এর দায়-দায়িত্ব তার উপরে বর্তাবে। (মা'আরিক ইবন আব্বাদ সূত্রে তাবারানী তাঁর 'আওসাত' গ্রন্থে এ হাদীসটি বর্ণনা করেন।)
التَّرْغِيب فِي الْإِمَامَة مَعَ الْإِتْمَام وَالْإِحْسَان والترهيب مِنْهَا عِنْد عدمهما
695 - وَعَن عبد الله بن عمر رَضِي الله عَنْهُمَا أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من أم قوما فليتق الله وليعلم أَنه ضَامِن مسؤول لما ضمن وَإِن أحسن كَانَ لَهُ من الْأجر مثل أجر من صلى خَلفه من غير أَن ينقص من أُجُورهم شَيْئا وَمَا كَانَ من نقص فَهُوَ عَلَيْهِ

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط من رِوَايَة معارك بن عباد
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান