আলফিয়্যাতুল হাদীস
নামাযে হাই আসা -এর বিষয়সমূহ
১ টি হাদীস
মিশকাতুল মাসাবীহ
হাদীস নং:৯৮৬
১৯. প্রথম অনুচ্ছেদ - সালাতের মাঝে যে সব কাজ করা নাজায়েয ও যে সব কাজ করা জায়েয
৯৮৬। বুখারীর বর্ণনান্তরে রয়েছে, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন, তোমাদের কারো নামাযের মধ্যে হাই এলে সে যেন যথাসাধ্য চেষ্টার সাথে তা বন্ধ করে এবং হ্যাঁ করে মুখ খুলে না ফেলে। নিশ্চয়ই হাই শয়তানের তরফ হতে হয়। এতে শয়তান হাসতে থাকে।
بَابُ مَا لَا يَجُوْزُ مِنَ الْعَمَلِ فِي الصَّلَاةِ وَمَا يُبَاحُ مِنْهُ
وَفِي رِوَايَةِ الْبُخَارِيِّ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: إِذَا تَثَاءَبَ أَحَدُكُمْ فِي الصَّلَاةِ فَلْيَكْظِمْ مَا اسْتَطَاعَ وَلَا يَقُلْ: هَا فَإِنَّمَا ذَلِكُمْ مِنَ الشَّيْطَان يضْحك مِنْهُ

তাহকীক:
তাহকীক চলমান
