আলফিয়্যাতুল হাদীস

তাসবীহ ও তাসফীক -এর বিষয়সমূহ

টি হাদীস

মিশকাতুল মাসাবীহ

হাদীস নং:৯৮৮
১৯. প্রথম অনুচ্ছেদ - সালাতের মাঝে যে সব কাজ করা নাজায়েয ও যে সব কাজ করা জায়েয
৯৮৮। হযরত সাহল ইবনে সা'দ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন, যখন কারো নামাযের মধ্যে কোন অপ্রীতিকর অবস্থার সৃষ্টি হয়, তখন সে যেন সুবহানাল্লাহ বলে। কেননা হাততালি দেয়া শুধু মহিলাদের জন্য। অপর এক বর্ণনায় আছে, সুবহানাল্লাহ বলা শুধু পুরুষের জন্য এবং হাততালি দেয়া শুধু মহিলাদের জন্য। -বুখারী, মুসলিম
بَابُ مَا لَا يَجُوْزُ مِنَ الْعَمَلِ فِي الصَّلَاةِ وَمَا يُبَاحُ مِنْهُ
وَعَنْ سَهْلِ بْنِ سَعْدٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «مَنْ نَابَهُ شَيْءٌ فِي صَلَاتِهِ فَلْيُسَبِّحْ فَإِنَّمَا التَّصْفِيقُ لِلنِّسَاءِ»

وَفِي رِوَايَةٍ: قَالَ: «التَّسْبِيحُ لِلرِّجَالِ والتصفيق للنِّسَاء»
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা