আলফিয়্যাতুল হাদীস

নবীজির প্রতি দুরূদ পাঠ -এর বিষয়সমূহ

টি হাদীস

মিশকাতুল মাসাবীহ

হাদীস নং:৯১৯
১৬. প্রথম অনুচ্ছেদ - নাবী (ﷺ)-এর ওপর দরূদ পাঠ ও তার মর্যাদা
৯১৯। হযরত আব্দুর রহমান ইবনে আবি লাইলা (রহ) হতে বর্ণিত। তিনি বলেছেন, হযরত কা'ব ইবনে উজরাহ (রাযিঃ)-এর সাথে আমার দেখা হল। তিনি বললেন, হে আব্দুর রহমান। আমি কি তোমাকে একটি কথা উপহার দিব না? যা আমি রাসূলুল্লাহ (ﷺ) হতে শ্রবণ করেছি? আমি বললাম, হ্যাঁ, তা আমাকে অবশ্যই উপহার দিবেন। তখন তিনি বললেন, একদা আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট আরজ করলাম, ইয়া রাসূলাল্লাহ (ﷺ)! আমরা আপনার উপর এবং আপনার পরিবার-পরিজনের উপর কিভাবে সালাম ও ছালাত পাঠ করব, তা আমাদেরকে বলে দিন। আল্লাহ্ পাক তো আমাদেরকে কিভাবে আপনাদের প্রতি সালাম জানাতে হবে তা শিক্ষা দিয়েছেন। তিনি (ﷺ) বললেন, তোমরা এইরূপ বলবে, “হে আল্লাহ্! আপনি মুহাম্মাদ এবং মুহাম্মাদের পরিবার-পরিজনের প্রতি রহমত বর্ষণ করুন, যেভাবে হযরত ইবরাহীম এবং হযরত ইবরাহীমের পরিবার-পরিজনের প্রতি রহমত করেছেন। নিশ্চয় আপনি প্রশংসিত এবং সম্মানিত। হে আল্লাহ্! আপনি মুহাম্মাদ এবং মুহাম্মাদের পরিবার-পরিজনের প্রতি কল্যাণ দান করুন, যেভাবে আপনি হযরত ইবরাহীম এবং হযরত ইবরাহীমের পরিবার-পরিজনের প্রতি কল্যাণ দান করেছেন। নিশ্চয় আপনি প্রশংসিত এবং সম্মানিত। -বুখারী, মুসলিম কিন্তু মুসলিমের বর্ণনার দুই স্থানে 'আলা ইবরাহীমা কথাটি নেই।
بَابُ الصَّلَوةِ عَلَى النَّبِىِّ ﷺ وَفَضْلِهَا
وَعَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى قَالَ: لَقِيَنِي كَعْبُ بْنُ عُجْرَةَ فَقَالَ أَلَا أُهْدِي لَكَ هَدِيَّةً سَمِعْتُهَا مِنَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُلْتُ بَلَى فَأَهْدِهَا لِي فَقَالَ سَأَلْنَا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُلْنَا يَا رَسُولَ اللَّهِ كَيْفَ الصَّلَاةُ عَلَيْكُمْ أَهْلَ الْبَيْتِ فَإِنَّ اللَّهَ قَدْ عَلَّمَنَا كَيْفَ نُسَلِّمُ عَلَيْكُم قَالَ: «قُولُوا اللَّهُمَّ صل عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حُمَيْدٌ مجيد اللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّك حميد مجيد» . إِلَّا أَنَّ مُسْلِمًا لَمْ يَذْكُرْ عَلَى إِبْرَاهِيمَ فِي الْمَوْضِعَيْنِ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

সহীহ বুখারী

হাদীস নং:৩১৩০
আন্তর্জাতিক নং: ৩৩৬৯
২০০৯. يَزِفُّونَ অর্থ দ্রুত চলা।
৩১৩০। আব্দুল্লাহ ইবনে ইউসুফ (রাহঃ) .... আবু হুমাঈদ সাঈদী (রাযিঃ) থেকে বর্ণিত, সাহাবাগণ আরয করলেন, ইয়া রাসূলাল্লাহ! আমরা কিভাবে আপনার উপর দরূদ পাঠ করব? তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, এভাবে পড়বে, হে আল্লাহ! আপনি মুহাম্মাদ(ﷺ)- এর উপর, তাঁর স্ত্রীগণের উপর এবং তাঁর বংশধরদের উপর রহমত নাযিল করুন, যেরূপ আপনি রহমত নাযিল করেছেন ইবরাহীম (আলাইহিস সালাম)- এর বংশধরদের উপর। আর আপনি মুহাম্মাদ(ﷺ)- এর উপর, তার স্ত্রীগণের উপর এবং তার বংশধরদের উপর এমনিভাবে বরকত নাযিল করুন যেমনি আপনি বরকত নাযিল করেছেন ইবরাহীম (আলাইহিস সালাম)- এর বংশধরদের উপর। নিশ্চয় আপনি অতি প্রশংসিত এবং অত্যন্ত মর্যাদার অধিকারী।
باب {يَزِفُّونَ} النَّسَلاَنُ فِي الْمَشْىِ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكُ بْنُ أَنَسٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرِ بْنِ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ حَزْمٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَمْرِو بْنِ سُلَيْمٍ الزُّرَقِيِّ، أَخْبَرَنِي أَبُو حُمَيْدٍ السَّاعِدِيُّ ـ رضى الله عنه ـ أَنَّهُمْ قَالُوا يَا رَسُولَ اللَّهِ كَيْفَ نُصَلِّي عَلَيْكَ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " قُولُوا اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَأَزْوَاجِهِ وَذُرِّيَّتِهِ، كَمَا صَلَّيْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ، وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ وَأَزْوَاجِهِ وَذُرِّيَّتِهِ، كَمَا بَارَكْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ ".
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান