আল আলাক

সূরা নং: ৯৬, আয়াত নং: ৭

তাফসীর
اَنۡ رَّاٰہُ اسۡتَغۡنٰی ؕ

উচ্চারণ

আররাআ-হুছ তাগনা-।

অর্থ

মুফতী তাকী উসমানী

কেননা সে নিজেকে স্বয়ংসম্পূর্ণ মনে করে

তাফসীরে মুফতি তাকি উসমানী

৫. অর্থাৎ ধন-সম্পদ ও নেতৃত্বের কারণে নিজেকে এতটা বেনিয়ায ও বেপরোয়া মনে করে যে, তার ধারণা কেউ তার কোন ক্ষতি করতে পারবে না। পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলছেন, শেষ পর্যন্ত সকলকেই আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে হবে। তখন এসব জারিজুরি খতম হয়ে যাবে।