আল আলাক

সূরা নং: ৯৬, আয়াত নং: ৫

তাফসীর
عَلَّمَ الۡاِنۡسَانَ مَا لَمۡ یَعۡلَمۡ ؕ

উচ্চারণ

‘আল্লামাল ইনছা-না-মা-লাম ইয়া‘লাম।

অর্থ

মুফতী তাকী উসমানী

মানুষকে শিক্ষা দিয়েছেন, যা সে জানত না।

তাফসীরে মুফতি তাকি উসমানী

৩. এ কথার ভেতর ইঙ্গিত রয়েছে, যদিও শিক্ষা দানের সাধারণ নিয়ম কলম দ্বারা লিখিত কোন কিছু পড়ানো, কিন্তু আল্লাহ তাআলা এ ছাড়াও চাইলে কাউকে শিক্ষাদান করতে পারেন। সুতরাং উম্মী হওয়া সত্ত্বেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন জ্ঞান দান করা হয়েছে, যা লেখাপড়া জানা লোকের কল্পনায়ও আসে না।