আল আলাক

সূরা নং: ৯৬, আয়াত নং: ২

তাফসীর
خَلَقَ الۡاِنۡسَانَ مِنۡ عَلَقٍ ۚ

উচ্চারণ

খালাকাল ইনছা-না মিন ‘আলাক।

অর্থ

মুফতী তাকী উসমানী

তিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্ত দ্বারা

তাফসীরে মুফতি তাকি উসমানী

২. علق (আলাক) অর্থ জমাট রক্ত, সংযুক্ত, ঝুলন্ত ইত্যাদি। সাধারণত মুফাসসিরগণ এর অর্থ করেছেন জমাট রক্ত। কিন্তু আধুনিক বিজ্ঞান মতে মাতৃগর্ভে ভ্রুণের যে ক্রমবিকাশ হয়, তাতে প্রথম দিকে পুরুষের শুক্র ও নারীর ডিম্বানু মিলিত হয়ে জরায়ুর গায়ে সংযুক্ত হয়ে থাকে। এ হিসেবে আলাক হল সম্মিলিতরূপে শুক্র ও ডিম্বানুর জরায়ু-সংলগ্ন সেই অবস্থার নাম, যা আলাক-এর আভিধানিক অর্থের সাথেও সঙ্গতিপূর্ণ। যাই হোক এ শব্দটি থেকেই সূরার নাম হয়েছে সূরা আলাক -অনুবাদক।