সাবধান! তার আনুগত্য করো না এবং সিজদা কর ও নিকটবর্তী হও। ৭
তাফসীরে মুফতি তাকি উসমানী
৭. অত্যন্ত প্রীতিপূর্ণ বাক্য এটি। এর দ্বারা বোঝা যায়, সিজদা অবস্থায় আল্লাহ তাআলার সাথে বান্দার বিশেষ নৈকট্য অর্জিত হয়। এটি সিজদার আয়াত। এটি পাঠ করলে বা শুনলে সিজদা ওয়াজিব হয়ে যায়।