আল ইনশিরাহ

সূরা নং: ৯৪, আয়াত নং: ৩

তাফসীর
الَّذِیۡۤ اَنۡقَضَ ظَہۡرَکَ ۙ

উচ্চারণ

আল্লাযীআনকাদা জাহরাক।

অর্থ

মুফতী তাকী উসমানী

যা তোমার পিঠ ভেঙ্গে দিচ্ছিল

তাফসীরে মুফতি তাকি উসমানী

২. মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন নবুওয়াতের গুরুদায়িত্ব অর্পণ করা হয়, তখন প্রথম দিকে তাঁর কাছে এটি এক সুকঠিন বোঝা মনে হচ্ছিল এবং এর চাপে তিনি সর্বক্ষণ অস্থির থাকতেন, ‘পিঠ ভাঙ্গা’ দ্বারা সেই গুরুভারজনিত কষ্ট ও অস্থিরতা বোঝানো হয়েছে। অতঃপর আল্লাহ তাআলা তাকে এমনই হিম্মত দান করেন যে, যত বড় কঠিন কাজই হোক না কেন তা তার কাছে সহজ মনে হতে লাগল। ফলে অত্যন্ত ধীর-স্থিরভাবে তা সম্পাদন করতে পারতেন। এ অনুগ্রহের কথাই এ সূরায় স্মরণ করানো হয়েছে।
﴾﴿
সূরা আল ইনশিরাহ, আয়াত ৬০৯৩