আদ দুহা

সূরা নং: ৯৩, আয়াত নং: ১০

তাফসীর
وَاَمَّا السَّآئِلَ فَلَا تَنۡہَرۡ ؕ

উচ্চারণ

ওয়া আম্মাছ ছাইলা ফালা-তানহার।

অর্থ

মুফতী তাকী উসমানী

এবং যে সওয়াল করে, তাকে দাবড়ি দিও না

তাফসীরে মুফতি তাকি উসমানী

৬. ‘সওয়ালকারী’ দ্বারা সেই ব্যক্তিকেও বোঝানো হতে পারে, যে অর্থ সাহায্য প্রার্থনা করে এবং সেই ব্যক্তিকেও, যে সত্য জানার আগ্রহে দীন সম্পর্কে জিজ্ঞেস করে। উভয়কেই দাবড়ি দিতে ও ভর্ৎসনা করতে নিষেধ করা হয়েছে। কোন ওজর থাকলে নম্র ভাষায় অপারগতা প্রকাশ করা উচিত।
﴾﴿