(এসব মুনাফিক তো এমন), যারা মু’মিনদের মধ্যে স্বতঃস্ফূর্তভাবে সদকাকারীদেরকে দোষারোপ করে এবং তাদেরকেও, যারা নিজ শ্রম (লব্ধ অর্থ) ছাড়া কিছুই পায় না। ৭০ এ কারণে তারা তাদেরকে উপহাস করে। আল্লাহও তাদের উপহাস করেন। ৭১ তাদের জন্য যন্ত্রণাময় শাস্তি প্রস্তুত রয়েছে।