প্রকৃতপক্ষে সদকা ফকীর ও মিসকীনদের হক ৪৯ এবং সেই সকল কর্মচারীদের, যারা সদকা উসূলের কাজে নিয়োজিত ৫০ এবং যাদের মনোরঞ্জন করা উদ্দেশ্য তাদের। ৫১ তাছাড়া দাসমুক্তিতে, ৫২ ঋণগ্রস্তের ঋণ পরিশোধে ৫৩ এবং আল্লাহর পথে ৫৪ ও মুসাফিরদের সাহায্যেও ৫৫ (তা ব্যয় করা হবে)। এটা আল্লাহর পক্ষ হতে প্রদত্ত বিধান। আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।