কিতাবীদের মধ্যে যারা ২৬ আল্লাহর প্রতি ঈমান রাখে না এবং পরকালেও নয় ২৭ এবং আল্লাহ ও তার রাসূল যা-কিছু হারাম করেছেন তাকে হারাম মনে করে না এবং সত্য দ্বীনকে নিজের দ্বীন বলে স্বীকার করে না, তাদের সঙ্গে যুদ্ধ কর, যাবৎ না তারা হেয় হয়ে নিজ হাতে জিযিয়া আদায় করে। ২৮