আল আনফাল

সূরা নং: ৮, আয়াত নং: ৫৫

তাফসীর
اِنَّ شَرَّ الدَّوَآبِّ عِنۡدَ اللّٰہِ الَّذِیۡنَ کَفَرُوۡا فَہُمۡ لَا یُؤۡمِنُوۡنَ ۖۚ

উচ্চারণ

ইন্না শাররাদ্দাওয়াব্বি ‘ইনদাল্লা-হিল্লাযীনা কাফারূফাহুম লা-ইউ’মিনূন।

অর্থ

মুফতী তাকী উসমানী

নিশ্চয়ই (ভূ-পৃষ্ঠে বিচরণকারী প্রাণীদের মধ্যে) আল্লাহর কাছে সর্বাপেক্ষা নিকৃষ্ট জীব হল তারা যারা কুফর অবলম্বন করেছে, যে কারণে তারা ঈমান আনয়ন করছে না। ৩৮

তাফসীরে মুফতি তাকি উসমানী

৩৮. এর জন্য পিছনে ২২নং আয়াতের টীকা দেখুন।
﴾﴿