অর্থঃ
মুফতী তাকী উসমানী
এবং এটা এক বরকতময় কিতাব, যা আমি নাযিল করেছি, যা তার পূর্ববর্তী আসমানী হিদায়াতসমূহের সমর্থক, আর যাতে তুমি এর মাধ্যমে জনপদসমূহের কেন্দ্র (মক্কা) ও তার আশপাশের লোকদেরকে সতর্ক কর। যারা আখিরাতে বিশ্বাস রাখে, তারা এর প্রতিও বিশ্বাস রাখে এবং তারা তাদের নামাযের পরিপূর্ণ রক্ষণাবেক্ষণ করে। ৪২
তাফসীরে মুফতি তাকি উসমানীঃ
৪২. অর্থাৎ আখিরাতে বিশ্বাসের অনিবার্য ফল হল কিতাবে বিশ্বাস আনা এবং নামায ও অন্যান্য ইবাদতে যত্নবান থাকা। কেননা যে ব্যক্তি আখিরাতে বিশ্বাস রাখবে, সে সেখানকার জবাবদিহিতায় উত্তীর্ণ হওয়া এবং জাহান্নামের শাস্তি হতে নাজাত পেয়ে জান্নাত লাভ করার জন্য সরল পথের সন্ধান করবে। আর কুরআনই যেহেতু সরল পথের দিশারী, তাই এতে বিশ্বাস এনে সে এর নির্দেশনা অনুযায়ী চলবে। সুতরাং সে নামায আদায়ে যত্নবান থাকবে এবং অন্যান্য ইবাদত-বন্দেগীও ঠিক-ঠিক আদায় করবে। -অনুবাদক