অর্থঃ
মুফতী তাকী উসমানী
(প্রকৃতপক্ষে) যারা ঈমান এনেছে এবং নিজেদের ঈমানকে জুলুমের সাথে মিশ্রিত করেনি, ৩৬ নিরাপত্তা ও স্বস্তি তো কেবল তাদেরই অধিকার এবং তারাই সঠিক পথে পৌঁছে গেছে।
তাফসীরে মুফতি তাকি উসমানীঃ
৩৬. একটি সহীহ হাদীসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ আয়াতের ‘জুলুম’ শব্দের ব্যাখ্যা করেছেন ‘শিরক’ দ্বারা। কেননা অপর এক আয়াতে আল্লাহ তাআলা শিরককে ‘মহা জুলুম’ সাব্যস্ত করেছেন।