অর্থঃ
মুফতী তাকী উসমানী
তাদের হিসাব (-এর অন্তর্ভুক্ত কর্মসমূহ) হতে কোন কিছুর দায় মুত্তাকীদের উপর বর্তায় না। অবশ্য উপদেশ দেওয়া (তাদের কাজ)। হয়ত তারাও (এরূপ বিষয় থেকে) সাবধানতা অবলম্বন করবে। ৩০
তাফসীরে মুফতি তাকি উসমানীঃ
৩০. অর্থাৎ মুত্তাকীদের কাজ হল যথাসম্ভব তাদেরকে উপদেশ দেওয়া, তারা যেসব অন্যায়-অনুচিত কাজ করছে তা থেকে তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করা এবং সেসব কাজের প্রতি ঘৃণা প্রকাশ করা। আশা করা যায়, এর ফলে তারা সাবধান হয়ে যাবে এবং কুরআনের সমালোচনা ছেড়ে তার অনুসরণ করতে প্রস্তুত হয়ে যাবে। -অনুবাদক