অর্থঃ
মুফতী তাকী উসমানী
(হে নবী!) তোমার সম্প্রদায় একে (কুরআনকে) মিথ্যা বলেছে, অথচ এটা সম্পূর্ণ সত্য। তুমি বলে দাও, আমি তোমাদের কর্মবিধায়ক নই। ২৯
তাফসীরে মুফতি তাকি উসমানীঃ
২৯. অর্থাৎ তোমাদের প্রত্যেকটি দাবি পূরণ করা আমার দায়িত্ব নয়। আল্লাহ তা‘আলার পক্ষ হতে প্রতিটি কাজের একটা সময় নির্ধারিত আছে। তোমাদেরকে শাস্তি দেওয়াও তার অন্তর্ভুক্ত। সময় আসলে তোমরা তা জানতে পারবে। -অনুবাদক