আল আনআম

সূরা নং: ৬, আয়াত নং: ৩৩

তাফসীর
قَدۡ نَعۡلَمُ اِنَّہٗ لَیَحۡزُنُکَ الَّذِیۡ یَقُوۡلُوۡنَ فَاِنَّہُمۡ لَا یُکَذِّبُوۡنَکَ وَلٰکِنَّ الظّٰلِمِیۡنَ بِاٰیٰتِ اللّٰہِ یَجۡحَدُوۡنَ

উচ্চারণ

কাদ না‘লামুইন্নাহূলাইয়াহঝুনুকাল্লাযীইয়াকূলূনা ফাইন্নাহুম লা- ইউকায যি ওয়ালা-কিন্নাজ্জা-লিমীনাবিআ-য়া-তিল্লা-হিইয়াজহাদূন।

অর্থ

মুফতী তাকী উসমানী

(হে রাসূল!) আমি ভালো করেই জানি, তারা যা বলে তাতে তোমার কষ্ট হয়। কেননা তারা আসলে তোমাকে মিথ্যাবাদী বলছে না; বরং জালিমগণ আল্লাহর আয়াতসমূহ অস্বীকার করছে। ১১

তাফসীরে মুফতি তাকি উসমানী

১১. অর্থাৎ তাঁর সত্তাকে অস্বীকার করত বলেই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বেশি কষ্ট হত আসলে বিষয়টা তা নয়, তাঁর কষ্ট বেশি হত এ কারণে যে, তারা আল্লাহ তাআলার আয়াতসমূহকেই মিথ্যা সাব্যস্ত করত। আয়াতের এ অর্থ কুরআনের শব্দাবলীর সাথেও বেশি সঙ্গতিপূর্ণ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্বভাব ও মেজাযের সাথেও। (হযরত ইবনে আব্বাস (রা) বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে তার দেশবাসী আল-আমীন বলে ডাকত। তারা জানত, তিনি কখনও কোন ব্যাপারে মিথ্যা বলেন না। সুতরাং আবু জাহল বলত, হে মুহাম্মদ! আমরা তোমাকে মিথ্যাবাদী বলি না। আমরা তোমাকে সত্যবাদী বলেই জানি। মূলত তুমি আমাদের কাছে যা নিয়ে এসেছ সেটাকেই আমরা মিথ্যা মনে করি। -অনুবাদক
﴾﴿