আল আনআম

সূরা নং: ৬, আয়াত নং: ২৪

তাফসীর
اُنۡظُرۡ کَیۡفَ کَذَبُوۡا عَلٰۤی اَنۡفُسِہِمۡ وَضَلَّ عَنۡہُمۡ مَّا کَانُوۡا یَفۡتَرُوۡنَ

উচ্চারণ

উনজু র কাইফা কাযাবূ‘আলাআনফুছিহিম ওয়া দাল্লা ‘আনহুম মা-কা-নূইয়াফতারূন।

অর্থ

মুফতী তাকী উসমানী

দেখ, তারা নিজেদের সম্পর্কে কিরূপ মিথ্যা বলে। আর তারা যে মিথ্যা (মাবুদ) উদ্ভাবন করেছিল, তা তাদের থেকে নিরুদ্দেশ হয়ে যাবে।

তাফসীরে মুফতি তাকি উসমানী

৯. অর্থাৎ তাদের তো ধারণা ছিল, তাদের দেব-দেবীগণ আল্লাহ তা‘আলার শরীক এবং তারা তাদের পক্ষে সুপারিশ করবে, কিন্তু কিয়ামতের দিন তাদের সে ধারণা নিষ্ফল প্রমাণিত হবে। সুপারিশের জন্য তারা দেব-দেবীদের কোন হদিস পাবে না। তাদেরকে ছেড়ে তারা কোথায় নিরুদ্দেশ হয়ে যাবে! -অনুবাদক
﴾﴿
সূরা আল আনআম, আয়াত ৮১৩ | মুসলিম বাংলা