আল আনআম

সূরা নং: ৬, আয়াত নং: ১৫

তাফসীর
قُلۡ اِنِّیۡۤ اَخَافُ اِنۡ عَصَیۡتُ رَبِّیۡ عَذَابَ یَوۡمٍ عَظِیۡمٍ

উচ্চারণ

কুল ইন্নীআখা-ফুইন ‘আসাইতুরাববী ‘আযা-বা ইয়াওমিন ‘আজীম।

অর্থ

মুফতী তাকী উসমানী

বলে দাও, আমি যদি আমার প্রতিপালকের অবাধ্যতা করি, তবে আমার এক মহা দিবসের শাস্তির ভয় রয়েছে।
﴾﴿
সূরা আল আনআম, আয়াত ৮০৪ | মুসলিম বাংলা