আল মায়িদাহ

সূরা নং: ৫, আয়াত নং: ৭৬

তাফসীর
قُلۡ اَتَعۡبُدُوۡنَ مِنۡ دُوۡنِ اللّٰہِ مَا لَا یَمۡلِکُ لَکُمۡ ضَرًّا وَّلَا نَفۡعًا ؕ وَاللّٰہُ ہُوَ السَّمِیۡعُ الۡعَلِیۡمُ

উচ্চারণ

কুল আতা‘বুদূ না মিন দূ নিল্লা-হি মা-লা-ইয়ামলিকুলাকুম দাররাওঁ ওয়ালা-নাফ‘আওঁ ওয়াল্লা-হু হুওয়াছ ছামী‘উল ‘আলীম।

অর্থ

মুফতী তাকী উসমানী

(হে নবী! তাদেরকে) বলে দাও, তোমরা কি আল্লাহ ছাড়া এমন সৃষ্টির ইবাদত করছ, যা তোমাদের কোনও উপকার করার ক্ষমতা রাখে না এবং অপকার করারও না, ৫৯ যখন আল্লাহই সবকিছুর শ্রোতা ও সকল বিষয়ের জ্ঞাতা?

তাফসীরে মুফতি তাকি উসমানী

৫৯. হযরত মাসীহ আলাইহিস সালাম যদিও আল্লাহ তা‘আলার মনোনীত নবী ছিলেন, কিন্তু কারও উপকার বা অপকার করার নিজস্ব শক্তি তাঁরও ছিল না। সে শক্তি আল্লাহ তা‘আলা ছাড়া অন্য কারও নেই। তিনি কারও কোনও উপকার করে থাকলে তা কেবল আল্লাহ তা‘আলার হুকুম ও তাঁর ইচ্ছায় করতে পারতেন।
﴾﴿
সূরা আল মায়িদাহ, আয়াত ৭৪৫ | মুসলিম বাংলা