হে মুমিনগণ! আল্লাহকে ভয় কর এবং তাঁর পর্যন্ত পৌঁছার জন্য অছিলা সন্ধান কর ৩২ এবং তাঁর পথে জিহাদ কর। ৩৩ আশা করা যায় তোমরা সফলতা লাভ করবে।
তাফসীরে মুফতি তাকি উসমানী
৩২. ‘জিহাদ’-এর শাব্দিক অর্থ চেষ্টা-পরিশ্রম করা। কুরআনী পরিভাষায় এর অর্থ, আল্লাহ তা‘আলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে শত্রুর সঙ্গে লড়াই করা; কিন্তু অনেক সময় দীনের উপর চলার লক্ষ্যে যে-কোন প্রকারের চেষ্টাকেই ‘জিহাদ’ বলা হয়। এখানে উভয় অর্থই বোঝানো উদ্দেশ্য হতে পারে।