আল্লাহ বললেন, আমি অবশ্যই তোমাদের প্রতি সে খাঞ্চা অবতীর্ণ করব, কিন্তু তারপর তোমাদের মধ্যে যে-কেউ কুফুরী করবে আমি তাকে এমন শাস্তি দেব, যে শাস্তি বিশ্ব জগতের অন্য কাউকে দেব না। ৮৬
তাফসীরে মুফতি তাকি উসমানী
৮৬. অতঃপর আসমান থেকে সে রকম খাঞ্চা অবতীর্ণ করা হয়েছিল কি না সে সম্পর্কে কুরআন মাজীদে কিছুই বলা হয়নি। তিরমিযী শরীফে আম্মার ইবনে ইয়াসির (রাযি.)-এর উক্তি বর্ণিত হয়েছে যে, খাঞ্চা অবতীর্ণ করা হয়েছিল। (তাতে ছিল রুটি ও গোশত। আদেশ করা হয়েছিল, কেউ যেন তা থেকে আগামীকালের জন্য সঞ্চয় করে না রাখে ও খেয়ানত না করে। কিন্তু তারা সে আদেশ অমান্য করে। ফলে তাদেরকে বানর ও শূকর বানিয়ে দেওয়া হয়) এভাবে তাদেরকে দুনিয়াতেই কঠিন শাস্তি দেওয়া হয়েছিল।