আদ-দুখান

সূরা নং: ৪৪, আয়াত নং: ৫৯

তাফসীর
فَارۡتَقِبۡ اِنَّہُمۡ مُّرۡتَقِبُوۡنَ ٪

উচ্চারণ

ফারতাকিব ইন্নাহুম মুরতাকিবূন।

অর্থ

মুফতী তাকী উসমানী

সুতরাং তুমি অপেক্ষা কর, তারাও অপেক্ষায় আছে। ১৭

তাফসীরে মুফতি তাকি উসমানী

১৭. তারা অর্থাৎ কাফেরগণ তো অপেক্ষা করছে এ হিসেবে যে, তারা কিয়ামতকে স্বীকারই করে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপেক্ষা করতে বলা হয়েছে তাতে ঈমান ও বিশ্বাসের কারণে। উভয় পক্ষের অপেক্ষার পর সত্যিই যখন কিয়ামত এসে যাবে, তখন প্রকৃত অবস্থা প্রকাশ হয়ে যাবে এবং তখন কাফেরদেরকে তাদের অবিশ্বাসের পরিণামে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে।
সূরা আদ-দুখান, আয়াত ৪৪৭৩ | মুসলিম বাংলা