আদ-দুখান

সূরা নং: ৪৪, আয়াত নং: ৫৩

তাফসীর
یَّلۡبَسُوۡنَ مِنۡ سُنۡدُسٍ وَّاِسۡتَبۡرَقٍ مُّتَقٰبِلِیۡنَ ۚۙ

উচ্চারণ

ইয়ালবাছূনা মিন ছুনদুছিওঁ ওয়া ইছতাবরাকিম মুতাকা-বিলীন।

অর্থ

মুফতী তাকী উসমানী

তারা ‘সুন্দুস’ ও ‘ইসতাবরাক’ ১৬-এর পোশাক পরিহিত অবস্থায় সামনা সামনি বসা থাকবে।

তাফসীরে মুফতি তাকি উসমানী

১৬. ‘সুন্দুস’ ও ‘ইসতিব্রাক’ দুই ধরনের রেশমি কাপড়। সুনদুস হয় মিহি আর ইস্তাব্রাক মোটা। এটা তো দুনিয়ার হিসেবে, কিন্তু জান্নাতের সুনদুস ও ইস্তাব্রাক যে আসলে কেমন হবে তা আল্লাহ তাআলাই জানেন।
সূরা আদ-দুখান, আয়াত ৪৪৬৭ | মুসলিম বাংলা