তারা ‘সুন্দুস’ ও ‘ইসতাবরাক’ ১৬-এর পোশাক পরিহিত অবস্থায় সামনা সামনি বসা থাকবে।
তাফসীরে মুফতি তাকি উসমানী
১৬. ‘সুন্দুস’ ও ‘ইসতিব্রাক’ দুই ধরনের রেশমি কাপড়। সুনদুস হয় মিহি আর ইস্তাব্রাক মোটা। এটা তো দুনিয়ার হিসেবে, কিন্তু জান্নাতের সুনদুস ও ইস্তাব্রাক যে আসলে কেমন হবে তা আল্লাহ তাআলাই জানেন।