আদ-দুখান

সূরা নং: ৪৪, আয়াত নং: ৪৯

তাফসীর
ذُقۡ ۚۙ اِنَّکَ اَنۡتَ الۡعَزِیۡزُ الۡکَرِیۡمُ

উচ্চারণ

যুক ইন্নাকা আনতাল ‘আঝীঝুল কারীম।

অর্থ

মুফতী তাকী উসমানী

(বলা হবে,) স্বাদ গ্রহণ কর। তুই-ই তো সেই মহা ক্ষমতাবান, মহা সম্মানী ব্যক্তি। ১৫

তাফসীরে মুফতি তাকি উসমানী

১৫. অর্থাৎ তুই দুনিয়ায় নিজেকে বড় ক্ষমতাশালী ও মর্যাদাবান লোক মনে করতি আর সেজন্য তোর অহংকারের সীমা ছিল না। আজ দেখে নে, অহমিকা ও বড়াইয়ের পরিণাম কী এবং সত্য অস্বীকার করার শাস্তি কেমন!
সূরা আদ-দুখান, আয়াত ৪৪৬৩ | মুসলিম বাংলা