আদ-দুখান

সূরা নং: ৪৪, আয়াত নং: ২৯

তাফসীর
فَمَا بَکَتۡ عَلَیۡہِمُ السَّمَآءُ وَالۡاَرۡضُ وَمَا کَانُوۡا مُنۡظَرِیۡنَ ٪

উচ্চারণ

ফামা-বাকাত ‘আলাইহিমুছ ছামাউ ওয়াল আরদুওয়ামা-কা-নূমুনজারীন।

অর্থ

মুফতী তাকী উসমানী

অতঃপর তাদের জন্য না আসমান কাঁদল, না যমীন ১১ এবং তাদেরকে কিছুমাত্র অবকাশও দেওয়া হল না।

তাফসীরে মুফতি তাকি উসমানী

১১. অর্থাৎ তাদের জুলুম-অত্যাচারে গণমানুষ এমনই অতিষ্ঠ ছিল যে, তাদের নিদারুণ উচ্ছেদ কারও অন্তরে করুণা সঞ্চার করল না, তাদের প্রতি কেউ কণামাত্র বিয়োগ বেদনা অনুভব করল না। -অনুবাদক