আদ-দুখান

সূরা নং: ৪৪, আয়াত নং: ২১

তাফসীর
وَاِنۡ لَّمۡ تُؤۡمِنُوۡا لِیۡ فَاعۡتَزِلُوۡنِ

উচ্চারণ

ওয়া ইল্লাম তু’মিনূলী ফা‘তাঝিলূন।

অর্থ

মুফতী তাকী উসমানী

তোমরা যদি আমার প্রতি ঈমান না আন, তবে তোমরা আমার থেকে দূরে থাক।

তাফসীরে মুফতি তাকি উসমানী

৮. অর্থাৎ তোমরা যদি আমার উপর ঈমান না আন, তবে অন্ততপক্ষে আমাকে ছেড়ে দাও, যাতে আমি আল্লাহর বান্দাদের কাছে সত্যের বার্তা পৌঁছাতে পারি এবং যাদের ঈমান আনার যোগ্যতা আছে তারা ঈমানের দাওয়াত পেতে পারে। সুতরাং আমাকে কষ্ট দেওয়া ও আমার কাজে বাধা সৃষ্টি করা হতে বিরত থাক।
﴾﴿