যারা যাকাত আদায় করে না। ১ আবার তারা আখেরাতের প্রতি সম্পূর্ণ অবিশ্বাসী।
তাফসীরে মুফতি তাকি উসমানী
১. এ সূরাটি মক্কী। এ ছাড়া আরও কিছু মক্কী সূরায় যাকাত আদায়ের নির্দেশ রয়েছে। এর দ্বারা বোঝা যায়, যাকাত মক্কা মুকাররমায়ই ফরয হয়েছিল। অবশ্য এর বিস্তারিত বিধি-বিধান দেওয়া হয়েছে মদীনা মুনাওয়ারায়।