যা আসমানের পথ। তারপর আমি উঁকি মেরে মূসার মাবুদকে দেখব। ১৪ আমি অবশ্যই তাকে মিথ্যুক মনে করি। ১৫ এভাবেই ফির‘আউনের দুষ্কর্মকে তার দৃষ্টিতে শোভন করে তোলা হয়েছিল এবং তাকে সঠিক পথ থেকে নিবৃত্ত করা হয়েছিল। ১৬ ফির‘আউনের ষড়যন্ত্র তো সম্পূর্ণ নস্যাৎ হয়ে গিয়েছিল।