আয্‌-যুমার

সূরা নং: ৩৯, আয়াত নং: ৬৬

তাফসীর
بَلِ اللّٰہَ فَاعۡبُدۡ وَکُنۡ مِّنَ الشّٰکِرِیۡنَ

উচ্চারণ

বালিল্লা-হা ফা‘বুদ ওয়াকুম মিনাশশা-কিরীন।

অর্থ

মুফতী তাকী উসমানী

বরং তুমি আল্লাহরই ইবাদত কর এবং কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত থাক।
﴾﴿