আয্‌-যুমার

সূরা নং: ৩৯, আয়াত নং: ৫০

তাফসীর
قَدۡ قَالَہَا الَّذِیۡنَ مِنۡ قَبۡلِہِمۡ فَمَاۤ اَغۡنٰی عَنۡہُمۡ مَّا کَانُوۡا یَکۡسِبُوۡنَ

উচ্চারণ

কাদ কা-লাহাল্লাযীনা মিন কাবলিহিম ফামাআগনা-‘আনহুম মা-কা-নূইয়াকছিবূন।

অর্থ

মুফতী তাকী উসমানী

একথাই বলেছিল তাদের পূর্ববর্তী (কিছু) লোক। ২৩ ফলে, তারা যা অর্জন করত, তা তাদের কোন কাজে আসল না।
﴾﴿