লুকমান

সূরা নং: ৩১, আয়াত নং: ২৭

তাফসীর
وَلَوۡ اَنَّمَا فِی الۡاَرۡضِ مِنۡ شَجَرَۃٍ اَقۡلَامٌ وَّالۡبَحۡرُ یَمُدُّہٗ مِنۡۢ بَعۡدِہٖ سَبۡعَۃُ اَبۡحُرٍ مَّا نَفِدَتۡ کَلِمٰتُ اللّٰہِ ؕ اِنَّ اللّٰہَ عَزِیۡزٌ حَکِیۡمٌ

উচ্চারণ

ওয়া লাও আন্না মা-ফিল আরদিমিন শাজারাতিন আকলা-মুওঁ ওয়াল বাহরু ইয়ামুদ্দুহূমিম বা‘দিহী ছাব‘আতুআবহুরিম মা-নাফিদাত কালিমা-তুল্লা-হি ইন্নাল্লা-হা ‘আঝীঝুন হাকীম।

অর্থ

মুফতী তাকী উসমানী

ভূমিতে যত বৃক্ষ আছে তা যদি কলম হয়ে যায় এবং এই যে সাগর, এর সাথে যদি এ ছাড়া আরও সাত সাগর মিলে যায় (এবং তা কালি হয়ে আল্লাহর গুণাবলী লিখতে শুরু করে) তবুও আল্লাহর কথামালা নিঃশেষ হবে না। ১৮ বস্তুত আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়।

তাফসীরে মুফতি তাকি উসমানী

১৭. অর্থাৎ সেই কলম ও কালি তো ফুরিয়ে যাবে, কিন্তু আল্লাহর যে বিস্ময়কর সৃষ্টিমালা তাঁর অপার কুদরত ও মহিমা প্রকাশ করে তা লিখে শেষ করা যাবে না। কেননা আল্লাহর গুণ ও মহিমা অনন্ত-অসীম, কিন্তু মাখলুক সসীম, লেখকও সসীম ও লেখার উপকরণও সসীম। সসীম উপকরণ দ্বারা আল্লাহর অসীম গুণ ও মহিমা লিখে শেষ করা কীভাবে সম্ভব? -অনুবাদক
﴾﴿
সূরা লুকমান, আয়াত ৩৪৯৬ | মুসলিম বাংলা