وَلَہُ الۡحَمۡدُ فِی السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ وَعَشِیًّا وَّحِیۡنَ تُظۡہِرُوۡنَ
তাফসীরে মুফতি তাকি উসমানী
৮. এটি একটি অন্তর্বর্তী বাক্য। এর অর্থ আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে সকলেই মাখলুক, তাদের কেউ উপাস্য হওয়ার উপযুক্ত নয়; বরং তারা তাদের স্রষ্টা এক আল্লাহর প্রশংসা ও গুণকীর্তন করে। সুতরাং হে বুদ্ধিসম্পন্ন মানুষ! তোমরাও শিরক ও কুফর পরিহার করে সকালে, সন্ধ্যায়, বিকেলে ও জুহরে আল্লাহ তাআলার তাসবীহ ও মহিমা ঘোষণা কর। মুফাসসিরগণ বলেন, সকাল দ্বারা ফজরের নামায, সন্ধ্যা দ্বারা মাগরিব ও ইশার নামায, বিকাল দ্বারা আসরের নামায ও জুহর দ্বারা জুহরের নামাযের প্রতি ইশারা পাওয়া যায়। -অনুবাদক