আ-লু ইমরান

সূরা নং: ৩, আয়াত নং: ৭৬

তাফসীর
بَلٰی مَنۡ اَوۡفٰی بِعَہۡدِہٖ وَاتَّقٰی فَاِنَّ اللّٰہَ یُحِبُّ الۡمُتَّقِیۡنَ

উচ্চারণ

বালা-মান আওফা-বিআহদিহী ওয়াত্তাকা-ফাইন্নাল্লা-হা ইউহিব্বুল মুত্তাকীন।

অর্থ

মুফতী তাকী উসমানী

কেন কৈফিয়ত নেওয়া হবে না? (নিয়ম তো এই যে,) যে কেউ নিজ অঙ্গীকার পূর্ণ করে ও (গুনাহ থেকে) বেঁচে থাকে, আল্লাহ এরূপ পরহেযগারদেরকে ভালোবাসেন।
﴾﴿
সূরা আ-লু ইমরান, আয়াত ৩৬৯ | মুসলিম বাংলা