আ-লু ইমরান

সূরা নং: ৩, আয়াত নং: ৪৬

তাফসীর
وَیُکَلِّمُ النَّاسَ فِی الۡمَہۡدِ وَکَہۡلًا وَّمِنَ الصّٰلِحِیۡنَ

উচ্চারণ

ওয়া ইউকালিলমুন্না-ছা ফিল মাহদি ওয়া কাহলাওঁ ওয়া মিনাসসা-লিহীন।

অর্থ

মুফতী তাকী উসমানী

এবং সে দোলনায়ও মানুষের সাথে কথা বলবে ২৫ এবং পূর্ণ বয়সেও, আর সে হবে পুণ্যবানদের অন্তর্ভুক্ত।

তাফসীরে মুফতি তাকি উসমানী

২৫. হযরত মারয়াম আলাইহাস সালামের চারিত্রিক পবিত্রতা স্পষ্ট করার লক্ষ্যে আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে অলৌকিকভাবে সেই সময় কথা বলার শক্তি দান করেছিলেন, যখন তিনি ছিলেন দুধের শিশু। সূরা মারয়ামের (১৯ : ২৯-৩৩)নং আয়াতে এটা বর্ণিত হয়েছে।
﴾﴿