ذٰلِکَ مِنۡ اَنۡۢبَآءِ الۡغَیۡبِ نُوۡحِیۡہِ اِلَیۡکَ ؕ وَمَا کُنۡتَ لَدَیۡہِمۡ اِذۡ یُلۡقُوۡنَ اَقۡلَامَہُمۡ اَیُّہُمۡ یَکۡفُلُ مَرۡیَمَ ۪ وَمَا کُنۡتَ لَدَیۡہِمۡ اِذۡ یَخۡتَصِمُوۡنَ
তাফসীরে মুফতি তাকি উসমানী
২৩. পূর্বে ৩৭ নং আয়াতে বলা হয়েছে যে, হযরত মারয়াম আলাইহাস সালামের পিতার মৃত্যুর পর তার লালন-পালনের ভার গ্রহণ সম্পর্কে বিরোধ দেখা দিয়েছিল এবং তার মীমাংসা করা হয়েছিল লটারির মাধ্যমে। সে কালে লটারি করা হত কলমের মাধ্যমে। তাই এস্থলে কলম নিক্ষেপের কথা উল্লেখ করা হয়েছে। (প্রত্যেকে নিজ-নিজ কলম, যা দ্বারা তাওরাত লেখা হত, পানিতে নিক্ষেপ করল। যার কলম স্রোতে ভেসে যাবে না, বরং উল্টোদিকে চলবে, সেই লটারি জিতেছে বলে ধরে নেওয়া হবে। দেখা গেল, সকলের কলম ভেসে গেছে, কিন্তু হযরত যাকারিয়া (আ.)-এরটি নয়। এভাবে তিনি হযরত মারয়ামের তত্ত্বাবধান করার অধিকার লাভ করলেন। -অনুবাদক)