এবং (হে নবী!) যারা আল্লাহর পথে নিহত হয়েছে, তাদেরকে কখনওই মৃত মনে করো না; বরং তারা জীবিত। তাদেরকে তাদের প্রতিপালকের কাছে রিযক দেওয়া হয়। ৭৬
তাফসীরে মুফতি তাকি উসমানী
৭৬. অর্থাৎ মৃত্যুর পর শহীদগণ বিশেষ এক ধরনের জীবন ও আল্লাহর নৈকট্য লাভ করে, যা অন্যদের লাভ হয় না। তাদের কাছে জান্নাতের রিযক পৌঁছতে থাকে এবং তাদের আত্মা সবুজ পাখির পিঞ্জরে ঢুকে জান্নাতের ভেতর ইচ্ছামত উড়ে বেড়াতে থাকে। এসব যেহেতু ভিন্ন এক জগতের ব্যাপার, তাই এর স্বরূপ বোঝা ইহজগতে বসে সম্ভব নয়। আমরা বিশ্বাস করি, কুরআন ও হাদীসে প্রদত্ত সকল সংবাদই সত্য। (-অনুবাদক)