আ-লু ইমরান

সূরা নং: ৩, আয়াত নং: ১৫৫

তাফসীর
اِنَّ الَّذِیۡنَ تَوَلَّوۡا مِنۡکُمۡ یَوۡمَ الۡتَقَی الۡجَمۡعٰنِ ۙ  اِنَّمَا اسۡتَزَلَّہُمُ الشَّیۡطٰنُ بِبَعۡضِ مَا کَسَبُوۡا ۚ  وَلَقَدۡ عَفَا اللّٰہُ عَنۡہُمۡ ؕ  اِنَّ اللّٰہَ غَفُوۡرٌ حَلِیۡمٌ ٪

উচ্চারণ

ইন্নাল্লাযীনা তাওয়াল্লাও মিনকুম ইয়াওমাল তাকাল জাম‘আ-নি ইন্নামাছ তাঝাল্লাহুমুশ শাইতা-নুব্বিা‘দিমা-কাছাবূ ওয়া লাকাদ ‘আফাল্লা-হু ‘আনহুম; ইন্নাল্লা-হা গাফূরুন হালীম।

অর্থ

মুফতী তাকী উসমানী

উভয় বাহিনীর পারস্পরিক সংঘর্ষের দিন তোমাদের মধ্য হতে যারা পৃষ্ঠপ্রদর্শন করেছিল, প্রকৃতপক্ষে শয়তান তাদেরকে তাদের কিছু কৃতকর্মের কারণে পদস্খলনে লিপ্ত করেছিল। ৭১ নিশ্চয়ই আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। নিশ্চয়ই আল্লাহ অতি ক্ষমাশীল, পরম সহিষ্ণু।

তাফসীরে মুফতি তাকি উসমানী

৭১. অর্থাৎ যুদ্ধের আগে তাদের দ্বারা এমন কিছু ত্রুটি-বিচ্যুতি ঘটেছিল, যা দেখে শয়তান উৎসাহী হয় এবং তাদেরকে আরও কিছু ত্রুটিতে লিপ্ত করে দেয়।
﴾﴿
সূরা আ-লু ইমরান, আয়াত ৪৪৮ | মুসলিম বাংলা