আ-লু ইমরান

সূরা নং: ৩, আয়াত নং: ১৫১

তাফসীর
سَنُلۡقِیۡ فِیۡ قُلُوۡبِ الَّذِیۡنَ کَفَرُوا الرُّعۡبَ بِمَاۤ اَشۡرَکُوۡا بِاللّٰہِ مَا لَمۡ یُنَزِّلۡ بِہٖ سُلۡطٰنًا ۚ وَمَاۡوٰىہُمُ النَّارُ ؕ وَبِئۡسَ مَثۡوَی الظّٰلِمِیۡنَ

উচ্চারণ

ছানুলকীফী কুলূবিল্লাযীনা কাফারুর রু‘বা বিমাআশরাকূবিল্লা-হি মা-লাম ইউনাঝঝিল বিহী ছুলতা-নাওঁ ওয়ামা’ওয়া-হুমুন্না-রু ওয়াবি’ছা মাছওয়াজ্জা-লিমীন।

অর্থ

মুফতী তাকী উসমানী

যারা কুফর অবলম্বন করেছে, আমি অচিরেই তাদের অন্তরে ভীতি সঞ্চার করব। ৬৪ কেননা তারা এমন সব জিনিসকে আল্লাহর শরীক সাব্যস্ত করেছে, যাদের সম্পর্কে আল্লাহ কোনও প্রমাণ অবতীর্ণ করেননি। তাদের ঠিকানা জাহান্নাম। আর তা জালিমদের নিকৃষ্টতম ঠিকানা।

তাফসীরে মুফতি তাকি উসমানী

৬৪. সুতরাং উহুদের যুদ্ধ থেকে ফেরার পথে কুরায়শগণ ইচ্ছা করেছিল, তারা মদীনায় পুনরায় আক্রমণ করে মুসলিমদেরকে সমূলে বিনাশ করে দেবে। কিন্তু তাদের পক্ষে তা সম্ভব হয়নি। কেননা আল্লাহ তাআলা তাদের অন্তরে এমন ভীতি সঞ্চার করেন যে, তারা কালবিলম্ব না করে মক্কায় ফিরে যেতে বাধ্য হয়। -অনুবাদক
﴾﴿
সূরা আ-লু ইমরান, আয়াত ৪৪৪ | মুসলিম বাংলা