আ-লু ইমরান

সূরা নং: ৩, আয়াত নং: ১৪৩

তাফসীর
وَلَقَدۡ کُنۡتُمۡ تَمَنَّوۡنَ الۡمَوۡتَ مِنۡ قَبۡلِ اَنۡ تَلۡقَوۡہُ ۪  فَقَدۡ رَاَیۡتُمُوۡہُ وَاَنۡتُمۡ تَنۡظُرُوۡنَ ٪

উচ্চারণ

ওয়া লাকাদ কুনতুম তামান্নাওনাল মাওতা মিন কাবলি আন তালকাওহু ফাকাদ রাআইতুমূহু ওয়া আনতুম তানজুরুন।

অর্থ

মুফতী তাকী উসমানী

তোমরা নিজেরাই তো মৃত্যুর সম্মুখীন হওয়ার আগে (শাহাদাতের) মৃত্যু কামনা করেছিলে। ৬২ সুতরাং এবার তোমরা তা চাক্ষুষ দেখে নিলে।

তাফসীরে মুফতি তাকি উসমানী

৬২. যারা বদর যুদ্ধে অংশগ্রহণ করতে পারেনি, তারা বদর যুদ্ধের শহীদদের ফযীলত শুনে আকাঙ্ক্ষা প্রকাশ করত যে, তাদেরও যদি শাহাদাতের মর্যাদা লাভ হত!
﴾﴿
সূরা আ-লু ইমরান, আয়াত ৪৩৬ | মুসলিম বাংলা