আ-লু ইমরান

সূরা নং: ৩, আয়াত নং: ১২৩

তাফসীর
وَلَقَدۡ نَصَرَکُمُ اللّٰہُ بِبَدۡرٍ وَّاَنۡتُمۡ اَذِلَّۃٌ ۚ فَاتَّقُوا اللّٰہَ لَعَلَّکُمۡ تَشۡکُرُوۡنَ

উচ্চারণ

ওয়া লাকাদ নাসারাকুমুল্লা-হু ব্বিাদরিওঁ ওয়া আনতুম আযিল্লাতুন ফাত্তাকুল্লা-হা লা‘আল্লাকুম তাশকুরূন।

অর্থ

মুফতী তাকী উসমানী

আল্লাহ বদর (যুদ্ধ)-এর ক্ষেত্রে এমন অবস্থায় তোমাদের সাহায্য করেছিলেন, যখন তোমরা সম্পূর্ণ সহায়-সম্বলহীন ছিলে। ৫৭ সুতরাং তোমরা অন্তরে (কেবল) আল্লাহর ভয়কেই জায়গা দিয়ো, যাতে তোমরা কৃতজ্ঞ হতে পার।

তাফসীরে মুফতি তাকি উসমানী

৫৭. বদরের যুদ্ধে মুসলিমদের সংখ্যা ছিল সর্বমোট তিনশ’ তেরজন। রণসামগ্রী বলতে ছিল সত্তরটি উট, দু’টি ঘোড়া এবং মাত্র আটখানা তরবারি।
﴾﴿
সূরা আ-লু ইমরান, আয়াত ৪১৬ | মুসলিম বাংলা