আ-লু ইমরান

সূরা নং: ৩, আয়াত নং: ১২

তাফসীর
قُلۡ لِّلَّذِیۡنَ کَفَرُوۡا سَتُغۡلَبُوۡنَ وَتُحۡشَرُوۡنَ اِلٰی جَہَنَّمَ ؕ وَبِئۡسَ الۡمِہَادُ

উচ্চারণ

কুল লিল্লাযীনা কাফারু ছাতুগলাবূনা ওয়াতুহশারূনা ইলা-জাহান্নামা ওয়াবি’ছাল মিহা-দ।

অর্থ

মুফতী তাকী উসমানী

যারা কুফর অবলম্বন করেছে তাদেরকে বলে দাও, অচিরেই তোমরা পরাভূত হবে এবং তোমাদেরকে একত্র করে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, আর তা অতি মন্দ ঠিকানা।

তাফসীরে মুফতি তাকি উসমানী

৪. এর দ্বারা দুনিয়ায় কাফিরদের পরাস্ত হওয়ারও ভবিষ্যদ্বাণী করা হতে পারে এবং আখিরাতের পরাজয়ও বোঝানো হতে পারে। (কোনও কোনও বর্ণনায় আছে, বদর যুদ্ধে জয়লাভ করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াহুদীদেরকে বলেছিলেন, তোমরা সত্য কবুল করে নাও, নচেৎ তোমাদের পরিণতিও কুরায়শদের মত হবে। উত্তরে তারা বলেছিল, অনভিজ্ঞ কুরায়শদের সাথে যুদ্ধ জিতে ধোঁকায় পড়ো না। আমাদের সাথে লড়লে টের পাবে, যুদ্ধ কাকে বলে। এরই পরিপ্রেক্ষিতে আলোচ্য আয়াত নাযিল হয়। এ আয়াতের ভবিষ্যদ্বাণী ফলতে বেশি দিন লাগেনি। মক্কা বিজয়ের আগেই মদীনার সবগুলো ইয়াহুদী গোত্রকে চরমভাবে পর্যুদস্ত ও বিতাড়িত করা হয়। সবশেষে মক্কা বিজয় হলে সারা আরবে ইসলামের বিজয়-ডঙ্কা বেজে যায়। -অনুবাদক
﴾﴿
সূরা আ-লু ইমরান, আয়াত ৩০৫ | মুসলিম বাংলা