আ-লু ইমরান

সূরা নং: ৩, আয়াত নং: ১১৫

তাফসীর
وَمَا یَفۡعَلُوۡا مِنۡ خَیۡرٍ فَلَنۡ یُّکۡفَرُوۡہُ ؕ وَاللّٰہُ عَلِیۡمٌۢ بِالۡمُتَّقِیۡنَ

উচ্চারণ

ওয়ামা-ইয়াফ‘আলূ মিন খাইরিন ফালাইঁ ইউকফারূহু ওল্লাহু আলীমুম বিলমুত্তাকীন।

অর্থ

মুফতী তাকী উসমানী

তারা যেসব ভালো কাজ করে, কিছুতেই তার অমর্যাদা করা হবে না। আল্লাহ মুত্তাকীদের সম্পর্কে সম্যক জ্ঞাত।
﴾﴿
সূরা আ-লু ইমরান, আয়াত ৪০৮ | মুসলিম বাংলা