নিশ্চয়ই আহলে কিতাবের মধ্যেও এমন লোক আছে, যারা আল্লাহর সম্মুখে বিনয় প্রদর্শনপূর্বক আল্লাহর প্রতি ঈমান রাখে এবং সেই কিতাবের প্রতিও, যা তোমাদের প্রতি নাযিল করা হয়েছে আর সেই কিতাবের প্রতিও যা তাদের প্রতি নাযিল করা হয়েছিল। আর আল্লাহর আয়াতসমূহকে তারা তুচ্ছ মূল্যের বিনিময়ে বিক্রি করে না। এরাই তারা, যাদের প্রতিদান রয়েছে তাদের প্রতিপালকের কাছে। নিশ্চয়ই আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী।
তাফসীরে ইবনে কাছীর
তাফসীরে মাআ'রিফুল কুরআন
তাফসীর (মুফতী তাকী উসমানী)
Tafsir Ibn Katheer
Tafsir Ma'ariful Quran
সূরা আ-লু ইমরান, আয়াত ৪৯২ এর তাফসীর | মুসলিম বাংলা