আল আনকাবুত

সূরা নং: ২৯, আয়াত নং: ২৩

তাফসীর
وَالَّذِیۡنَ کَفَرُوۡا بِاٰیٰتِ اللّٰہِ وَلِقَآئِہٖۤ اُولٰٓئِکَ یَئِسُوۡا مِنۡ رَّحۡمَتِیۡ وَاُولٰٓئِکَ لَہُمۡ عَذَابٌ اَلِیۡمٌ

উচ্চারণ

ওয়াল্লাযীনা কাফারূ বিআ-য়া-তিল্লা-হি ওয়া লিকা-ইহীউলাইকা ইয়াইছূমিররাহমাতী ওয়া উলাইকা লাহুম ‘আযা-বুন আলীম।

অর্থ

মুফতী তাকী উসমানী

যারা আল্লাহর আয়াতসমূহ ও তাঁর সাক্ষাতকে অস্বীকার করেছে, তারাই আমার রহমত থেকে নিরাশ হয়ে গেছে। ১২ তাদের জন্য আছে যন্ত্রণাদায়ক শাস্তি।

তাফসীরে মুফতি তাকি উসমানী

১২. অর্থাৎ আখিরাতে তারা যখন আযাব দেখতে পাবে তখন আল্লাহর রহমত লাভ থেকে সম্পূর্ণ নিরাশ হয়ে যাবে এবং বুঝতে পারবে তাদের মুক্তিলাভের কোন উপায় নেই। আর এটা যেহেতু নিশ্চিত, সব রকম সংশয় সন্দেহের ঊর্ধ্বে তাই অতীত ক্রিয়ায় ব্যক্ত করা হয়েছে। -অনুবাদক