আল আনকাবুত

সূরা নং: ২৯, আয়াত নং: ১৫

তাফসীর
فَاَنۡجَیۡنٰہُ وَاَصۡحٰبَ السَّفِیۡنَۃِ وَجَعَلۡنٰہَاۤ اٰیَۃً لِّلۡعٰلَمِیۡنَ

উচ্চারণ

ফাআনজাইনা-হু ওয়া আসহা-বাছছাফীনাতি ওয়া জা‘আলনা-হা-আ-য়াতাল লিল‘আ-লামীন।

অর্থ

মুফতী তাকী উসমানী

অতঃপর আমি নূহকে ও নৌকারোহীদেরকে রক্ষা করলাম এবং এটাকে জগদ্বাসীদের জন্য একটি নিদর্শন বানিয়ে দিলাম। ১০

তাফসীরে মুফতি তাকি উসমানী

১০. হযরত নূহ আলাইহিস সালামের ঘটনা পূর্বে সূরা হুদ (১১ : ২৫)-এ বিস্তারিত গত হয়েছে। সেখানে দ্রষ্টব্য।
সূরা আল আনকাবুত, আয়াত ৩৩৫৫ | মুসলিম বাংলা